ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেলের ফিলিস্তিনী শিক্ষার্থীর মা নিহত
ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেল কলেজের ২৯ ব্যাচের ফিলিস্তিনী শিক্ষার্থী মাহমুদ ইহসানের মা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফেসবুক টাইম লাইনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনী মেডিকেল শিক্ষার্থী মাহমুদ ইহসান নিজে।
তিনি লিখেছেন, আমার জন্য অদেখার অন্তরালে দোয়া করতেন আমার মা শহীদ হয়েছেন, আমার মা যিনি আমার অভিযোগ শুনে ক্লান্ত না হয়ে দিনের কঠোরতা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আশা ও আশাবাদ ছড়িয়ে দিয়েছেন। আত্মা, আমার মা- যে আমার বোকামি সত্ত্বেও আমাকে সহ্য করেছে, আমার মা যে আমার পরবাসে আসার জন্য অপেক্ষা করেছিল এবং আমি একজন ডাক্তার ছিলাম, আমার মা শহীদ হয়েছিল এবং আমি বঞ্চিত হয়েছিলাম তার বিদায় থেকে, কিন্তু পৃথিবীতে দেখা হতে বঞ্চিত হলেও আমাদের দেখা হোক মিটিং উঁচু হওয়ার পর স্বর্গে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।