কুমিল্লায় বৃষ্টির পানি জমে দুই কিলোমিটার যানজট
কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বৃষ্টির পানি জমে প্রায় দুই কিলোমিটার সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর বিশ্বরোড থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত এ যানজট দেখা যায়।
জানা যায়, দুই ঘণ্টার ভারি বর্ষণে ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকার পানি জমে মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। এছাড়া ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তার কিছু অংশ বেহাল থাকায় যানবাহন চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এতে তীব্র যানজট তৈরি হয়।
কাউছার নামে এক প্রাইভেটকারের চালক সময় সংবাদকে বলেন, ‘এই এলাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ক্যান্টনমেন্ট এলাকার আশপাশের বাজারগুলোর পানি মহাসড়কে জমে থাকে। তার ওপর রাস্তার বেহাল অবস্থা। এ সময় গাড়ি চালানো খুবই কষ্টকর। এতে তীব্র যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়।’
জুয়েল নামে এক বাসচালক সময় সংবাদকে বলেন, ‘এই এলাকায় বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। আর পানি উঠলে সহজে নামে না। পানি যাওয়ার লাইনগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে পানি নেমে যেত।’
কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া সময় সংবাদকে জানান, দুপুর ২টা ৪০ মিনিট থেকে কুমিল্লায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। জেলাজুড়ে বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। টানা আড়াই ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা সময় সংবাদকে বলেন, ‘মুষলধারে বৃষ্টি হলে ক্যান্টনমেন্ট এলাকায় পানি জমে যায়। আশপাশের এলাকার পানি মহাসড়কে এসে জমা হয়। এতে মহাসড়কে যানজট তৈরি হয়। আমরা শুক্রবার ক্যান্টনমেন্ট এলাকার আউটলাইনগুলো পরিষ্কার করব।’
সূত্রঃ সময় নিউজ