কুমিল্লায় নির্জন বিলে পড়ে ছিল দুই যুবকের লাশ

কুমিল্লা দেবীদ্বার উপজেলার একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দুই যুবকের মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকার দোয়াইজলা নামের বিলে ফসলি জমির পাশ থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা মনির হোসেন (৩০) এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের বাসিন্দা মোহন মিয়া (৩৫)। তারা ইন্টারনেট ও ডিস বিল তোলা, সংযোগ ও মেরামতের কাজ করতেন।

দুই যুবক কীভাবে মারা গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারছে না পুলিশ।

স্থানীয় জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, “সকালে দোয়াইজলা বিলে কৃষকরা দুইজনের মরদেহ দেখে আমাকে খবর দেয়। এরপর আমি বিষয়টি পুলিশকে জানাই। এটি হত্যাকাণ্ড কি-না, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) মো. শাহিন বলেন, “এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা বলা যাচ্ছে না। কারণ, তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহগুলোর পাশে নেশা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আরো পড়ুন