তিতাসে সেলিমা আহমদ মেরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হালিম সৈকতঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের আ’লীগের সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সেলিমা আহমদ মেরী (সি.আই.পি)। হোমনা-তিতাসের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজ কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে তিনি এই কম্বল বিতরণ করলেন।
কম্বল বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, ভিটিকান্দি ইউনিয়নের আ’লীগের সভাপতি এইচ এম একলাছ, যুবলীগ নেতা মো. ইব্রাহিম সরকার, বলরামপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান সানু এবং হোমনা-তিতাস আ’লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।