মুরাদনগরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিনিধিঃ ‘‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করে প্রশাসন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার চৌধুরী, সহকারি কৃষি কর্মকর্তা সিরাজুল মজিদ, বেলাল উদ্দিন আহাম্মদ, নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান, ওসিএলএসডি মোঃ জাকির হোসেন, ওমর ফারুক, আবদুল জলিল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।