কুমিল্লা নগরীতে দুটি ক্লিনিক বন্ধ করে দিলেন সিভিল সার্জন
ডেস্ক রিপোর্টঃ চিকিৎসা সেবায় অব্যবস্থাপনার দায়ে দুই ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন । সোমবার দুপুরে নগরীর ফৌদারি চৌমুহনী এলাকার মক্কা হসপিটাল পরিদর্শন করে স্বাস্থ্য সেবায় বিভিন্ন অনিয়ম ধরা পরে। তাৎক্ষনিক এই হসপিটালের কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারী হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন দল ।
সিভিল সার্জন সুত্র জানায়, চিকিৎসক ও নার্স বিহীন সেবা পরিচালনা অব্যবস্থাপনা,প্যাথলজী ল্যাবরেটরীর ফ্রিজে পরিসন্চালনের জন্য স্ক্রীনিং ব্যতিত রক্ত সংরক্ষণ সহ বিনানুমতিতে কার্যক্রম পরিচালনার অভিযোগে মহানগরীর দু’টি স্বাস্হ্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো আজ ।বেসরকারী হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন টীমের আকস্মিক পরিদর্শনে প্রতিষ্ঠান ফৌদারি এলাকার মক্কা হসপিটাল ও সেভ লাইফ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়। দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে ।