কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি জোটের নতুন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং এ বিষয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে বিএনপি জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিম উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ওই আসনের বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীতা ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার তার মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৪ আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
গত বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, “কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক বরাদ্দের সময় হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত ছিলেন না। তার পক্ষে একজন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় ‘শাপলা কলি’ প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।
এদিকে শুক্রবার সকাল থেকেই জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা কুমিল্লা-৪ আসনে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
