ব্রাহ্মণপাড়া সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-২
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলা শশীদল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী ও মাদকের মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই যুযুৎস চাকমা, এএসআই মোঃ শাহআলম ও সঙ্গীয় ফোর্স গত সোমবার বিকালে কুমিল্লা কোর্ট এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান (২৮)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে ২০১৪ সালের চট্টগ্রাম রেলওয়ে থানার মাদকের মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও ২০১৩ সালের ব্রাহ্মণপাড়া থানায় অপর একটি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। অপর দিকে থানার এসআই বাবুল হোসেন, এসআই মোঃ মনির হোসেন, এএসআই পরিক্ষী দেবনাথ ও সঙ্গীয় ফোর্স গত সোমবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের পাশে শশীদল-নারায়নপুর সড়কের উপর দিয়ে একটি বাজারের ব্যাগ নিয়ে এক যুবক হেটে যাবার সময় তার গতিরোধ করে। ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৫টি বান্ডেলে ২ কেজি করে ১০ কেজি গাঁজা ও ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার ছোট নাগাইস গ্রামের মৃত উলফত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০)। এসআই মোঃ বাবুল হোসেন বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।