বুড়িচংয়ে কিটনাশক পানে ৩ সন্তানের জননীর মৃত্যু
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে কিটনাশক পান করে জোসনা বেগম (৩৪) নামে ৩ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বুড়িচং থানার একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী মোসাঃ জোসনা বেগম পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৪ টায় পরিবারের সদস্যদের অগচোরে কিটনাশক (কেরির ঔষধ) পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি আচ করতে পেরে তাঁকে উদ্ধার করে গৌরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে ৫ টায় দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহাদাত হোসেন ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।