লাকসামে ভাকড্যা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী ভাকড্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও ভাকড্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এড. আবু তাহের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার রাহেলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা যুবলীগ নেতা মো: মনিরুল ইসলাম রতন, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান মো: ওমর ফারুক, উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার বাবু কলিন্স বিনয় গোমেজ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাজী মোঃ আবুল বাশার, সেলিম আহাম্মদ, রুহুল আমিন, মাওলানা মনোয়ার হোসেন, সফিকুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, আমতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহম্মদ ও আব্দুল মজিদ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।