আমরা এখন ভিশন ৪১ নিয়ে ভাবছি-এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ধ্বংসস্তপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু সাহসী নেতৃত্বের মাধ্যেমে স্বাধীন বাংলাদেশ সোনার বাংলায় পরিনত করতে ছেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আজ জ্ঞান নির্ভর উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। কুমিল্লা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা আজ পাল্টে গেছে। শিক্ষায় গুনগত পরিবর্তন এসেছে। সকল সেক্টরে উন্নয়নে রেকর্ড গড়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আর ২০২১ নিয়ে ভাবছেন না, ২০৪১ সালে ধনী দেশ গড়তে কাজ করছেন। এ তাই উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সিটি কর্পোরেশনের ১৮ ওয়ার্ডের ( সাবেক কুমিল্লা পৌরসভা) সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি এসব কথা বলেন।

বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী’র সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী ও মডার্ণ হাই স্কুলের সভাপতি আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: আমিনুল ইসলাম টুটুল, অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাছান ইমাম মজুমদার,কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইকবাল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষাা অফিসার মো: দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: জহিরুল আলম, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার,তালপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা পাল প্রমুখ।

আরো পড়ুন