কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবরের আজ জন্মদিন

ডেস্ক রিপোর্টঃ বাংলা সঙ্গীতের যুবরাজ কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবরের আজ জন্মদিন। ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তাঁর স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র।

২০০১ সালে প্রকাশিত প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন আসিফ। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৭ সাল)। প্রথম অ্যালবাম প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আসফিকে। একে একে ইপহার দিয়েছেন ত্রিশটিরও মত একক অ্যালবাম। তার মিশ্র অ্যালবার রয়েছে অর্ধশতাধিক।

২০০১ থেকে ২০০৬ পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তার প্রথম এলবাম ৫.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যা অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

আরো পড়ুন