কুমিল্লার হাফেজ খালেদ সাই’ফুল্লার ৯ দিনেও সন্ধা’ন মেলেনি

আছরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি ১৩ বছর বয়সী কুরআনে হাফেজ খালেদ সাইফুল্লাহ মজুমদার।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব চান্দকরা গ্রামের প্রবাসী আবুল খায়েরের ছেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ গত ১ ফেব্রুয়ারি একই উপজেলায় তার নানা বাড়ি পাটানন্দি গ্রামে বেড়াতে যায়। পরদিন ২ ফেব্রুয়ারি আছর নামাজ পড়ার জন্য নানা বাড়ির পাশের মসজিদে যায়। নামাজ শেষ হয়ে সন্ধ্যা গড়ালেও খালেদ ঘরে ফিরে আসেনি।

সে ফেনী জেলার রামপুরা নুরিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। রাতভর বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও খালেদের সন্ধান মেলেনি। এমনিভাবে ৯দিন ধরে হাফেজ খালেদের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার। তার মামা মোশারফ হোসেন চৌদ্দগ্রাম থানায় বুধবার নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছেন। তিনি হাফেজ খালেদের সন্ধানের ব্যাপারে ০১৮১৮৮৪২৭৯০ এবং ০১৮১৮৬৮৭১৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা চেয়েছেন।

সূত্রঃ ইনকিলাব

আরো পড়ুন