কুমিল্লায় জুন মাসে ১৫ খুন!

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে জেলায় ১৫ টি খুন ৫৭ টি নারী ও শিশু নির্যাতনসহ পৌনে ছয়’শ ফৌজদারী অপরাধ সংঘটিত হয়। রবিবার দুপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীরের সভাপতিত্বে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকের সঞ্চালনায় জানানো হয় গত মে মাসের তুলনায় জুন মাসে কুমিল্লা জেলায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়।

জেলায় গত জুন মাসে ১৫ টি খুন,৫৭টি নারী ও শিশু নির্যাতনসহ মোট ৫শ ৮৯ টি অপরাধ রেকডভুক্ত হয়। মে মাসে জেলায় ১৫ টি খুনসহ ৫৫৭ টি অপরাধ সংঘটিত হয়।

এদিকে অপরাধ প্রবনতা বৃদ্ধি প্রসঙ্গে সভায় উপস্থিত কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো:আবদুল্লাহ্ আল মামুন জানান, গত মাসে খুনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে বেশীরভাগই পারিবারিক দ্বন্ধের জেরে সংগঠিত হয়েছে। আসামীরাও ধরা পরছে। তবে কিছু খুনের ঘটনা ঘটেছে সে খুনের ঘটনা যেন পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশ সোচ্চার রয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মুজিবুর রহমান,কেন্দ্রীয় কৃষকলীগ সহ সভাপতি আলহাজ ওমর ফারুকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা-সরকারী দফতরের প্রতিনিধিবৃন্দ।

সূত্রঃ বাংলাদেশ টুডে

আরো পড়ুন