কুমিল্লায় পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের (শেষবর্ষ) পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্রা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস থেকে অনার্স শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ধর্মপুর রেলপথ অবরোধ করতে এলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় আট শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থান কর্মসূচী নেয় এবং অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা রুটিন বাতিলের দাবি জানায়।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। তাছাড়া মাত্র ৬মাসের মধ্যে কোর্স শেষ হবার আগেই শেষবর্ষের পরীক্ষার রুটিন দেয়া হয়েছে। আগামী ২০ফেব্রুয়ারি সে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাছাড়া ১৩ফেব্রুয়ারি অনার্স ৩য়বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। একই সময়ে দুটি পরীক্ষা নিলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ অনেক পরীক্ষার্থীই ৩য় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিবে। একই সময়ে দুটি পরীক্ষায় অংশ নেয়া কখনও সম্ভব নয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন