কুমিল্লায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ডেস্ক রিপোটঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের দক্ষিণপাড়া এলাকায় চাচাতো দুই ভাই ও বোন পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

নিহতরা হলেন ধনুয়া খোলা গ্রামের ফজলু মিয়ার ছেলে হাবিব(৩) ও তার ভাই আবাদ মিয়ার মেয়ে ফাহমিদা আক্তার(৩)।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১ টার দিকে ধনুয়াখোলা গ্রামের সেলিম কবিরাজের বাড়িতে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সেলিম কবিরাজের বাড়ি থেকে সকালে খেলাধুলা করতে বের হয়ে দুই চাচাতো ভাই বোন বাড়ির পাশের পুকুরে পড়ে যায় । পরে তাদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের ২শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

আরো পড়ুন