কুমিল্লায় ফাগুনের বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

পৌষ মাঘের কনকনে শীত বিদায় নিয়েছে প্রকৃতি থেকে। ফাল্গুনের ঝিরি ঝিরি হাওয়ায় প্রকৃতিতে অভিষিক্ত হলো ঋতুরাজ বসন্ত। ফাগুনের আবাহনে ঝড়তা কেটে গাছে শিমুল গাদার হলুদ লালচে ফুলে সেজেছে গ্রাম বাংলা। গ্রামের মেঠোপথে কান পাতলেই শোনা যায় দূর সীমানা ভেসে আসা কোকিলের কুহুতান। শীতের জড়তা কেটে বসন্তের আগমনে ছন্দে মেতে উঠেছে চারপাশ। আর তাই গাছে সদ্য উকি দেয়া আমের মুকুলের সুবাসে বিমোহিত কুমিল্লার প্রকৃতি। সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন ইট-পাথরের গড়া নগর কুমিল্লা থেকে বিস্তৃত গ্রামীণ জনপদেও।

বসন্তের আগুনরাঙা গাঁদা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। ঋতু বৈচিত্রে কুমিল্লার প্রকৃতির মাঝে সবুজের আমেজ এখন অনেকটা এমনই আবেগের হয়ে উঠেছে। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে তাই চাষি তো বটেই, কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়।

আমের মাস বলতে জ্যৈষ্ঠ মাসকে বুঝালেও কুমিল্লা অঞ্চলে সাধারণত বৈশাখের মাঝামাঝি সময়ে এখানকার গাছের আম হাট-বাজারে বিক্রি হয়ে থাকে। সেই হিসেবে এবারে মাঘ মাসের শুরু থেকেই এখানকার আমগাছগুলোতে মুকুলের সমারোহ বলে দিচ্ছে ব্যাপক ফলনের ইতিবাচক লক্ষণ। ফাল্গুন-চৈত্রে এসব মুকুল শেষ পর্যন্ত গাছে টিকে থাকলে কুমিল্লায় আমের বেশ ভালো ফলন মিলবে।

সরেজমিনে ঘুরে দেখা যায় জেলার বিভিন্ন আদর্শ সদর,বুড়িচং,চান্দিনা,ব্রাহ্মনপাড়া,চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে ল্যাংড়া, ফজলি, হিমসাগর ও আশ্বিনি জাতের আমগাছগুলো মুকুলে ছেয়ে গেছে। হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালী আলোয় যেনো অপরূপ রঙ ছড়াচ্ছে। সেই সাথে ঝিরঝির বাতাসে সুবাস ছাড়িয়ে যাচ্ছে রাত দিন।

নগর কুমিল্লায় বড় অট্টালিকায় আচ্ছন্ন হয়ে পড়লেও বাড়ির ফাঁক ফোঁকড়েও ছোটবড় আম গাছের দৃশ্য দেখা যায়। অনেকের বাড়ির ছাদেও উন্নতজাতের আমগাছের দেখা মেলে। নগরীর ঝাউতলা,পুলিশ লাইনস,ফাকুরপাড়া,ছোটরা,রেইসকোর্স,হাউজিং বাসা বাড়ির পাশে থাকা আমগাছগুলোতে অন্যান্য বারের তুলনায় এবারে বিপুল পরিমাণ মুকুল এসেছে। যেসব আমগাছে গত কয়েক বছরেও মুকুলের দেখা মেলেনি সেসব গাছের ডাল-পালা, পাতা মুকুলে ঢাকা পড়েছে। মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকদের মনে-প্রাণে আনন্দ বইছে। অনেকেই মুকুল রক্ষার জন্য কৃষি অফিসে গিয়ে কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। কেউ কেউ গাছের যত্নে বেশ মনোযোগী উঠেছেন। আমগাছগুলোতে মুকুলের ব্যাপক সমারোহ দেখে জেলার উদ্ভিদবিদরা বলছেন এবার কুমিল্লায় আমের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সূত্রঃ আমাদের সময়

আরো পড়ুন