কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব বেতার দিবস

হালিম সৈকতঃ কুমিল্লা বেতারের আয়োজনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব বেতার দিবস। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ক্রীড়াঙ্গণে বেতার। বরাবরের মতই এবারও কুমিল্লা বেতার বেশ জাকজমকপূর্ণভাবে পালন করেছে বিশ্ব বেতার দিবস। এর মধ্যে ছিল কুমিল্লা বেতারে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ আলোচনাসভা। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, শিক্ষাবিদ এহতেশাম হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম সৈকত। অনুষ্ঠানটি আজ প্রচারিত হবে এফএম ১০৩.৬। এছাড়াও রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

আজ সকাল ৯.৩০ মি. কুমিল্লা টাউন হল মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম র‌্যালির প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব প্রদান করেন। র‌্যালিটি শিল্পকলায় গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, ক্রীড়া ভাষ্যকার বদরুল হুদা জেনু, শিক্ষাবিদ এহতেশাম হায়দার চৌধুরী, অধ্যাপক দিলীপ বড়ূয়া,সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম সৈকত ও শাণিত উচ্চারণের সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার মাহতাব উদ্দিন মজুমদার সোহেল।

আরো পড়ুন