কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৬১০ জন

করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে কুমিল্লায় আসা প্রবাসী ৬১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সদর উপজেলায় ২৪, মেঘনা ১৭, হোমনা ১৬, তিতাস ৭৮, দাউদকান্দি ২২, মুরাদনগর ২২৫, দেবিদ্বারে ৬, বুড়িচং ১১, ব্রাহ্মণপাড়া ৯, চান্দিনা ২২, বরুড়া ৮, লাকসাম ১১, মনোহরগঞ্জ ৪০, নাঙ্গলকোট ২৭, চৌদ্দগ্রাম ১৪, সদর দক্ষিণে ৪৭ ও লালমাই উপজেলায় ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ৬১০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। যে কোন প্রবাসী দেশে ফেরার পর স্বাস্থ্য বিভাগ থেকে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়টি প্রশাসন দেখাশোনা করছে।

সূত্রঃ বিডি প্রতিদিন

আরো পড়ুন