কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব-কুবি উপাচার্য

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অায়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন-‘ এই বিশ্ববিদ্যালয় থেকেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। অার তোমরাই তা করতে পারবে।’

সোমবার (১০ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু হলের অতিথি কক্ষে এ পুরষ্কার বিতরনী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদের সঞ্চালনায় অালোচনা সভায় সভাপতিত্ব করেন হলের প্রভোষ্ট ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ড. মো. অাবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল অাউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোষ্ট ড.দুলাল চন্দ্র নন্দী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোষ্ট ড.বিশ্বজিৎ চন্দ্র দেব, হলের অাবাসিক শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘লাল সবুজের বন্ধন’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতি সংগঠন ‘মুক্তি’ ও ক্রীড়া সংগঠন ‘স্পোর্টস ক্লাব’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। এ সময় প্রভোষ্ট বলেন-‘ বঙ্গবন্ধু হল থেকেই শুরু হবে একটি সংস্কৃতি, শিক্ষার্থীরা পরিচয় দিতে পারবে অামি বঙ্গবন্ধু হল থেকে পাশ করে বের হয়েছি। ‘ এ সময় তিনি এ্যালামাইন এ্যাসোসিয়েশন গঠনের কথা বলেন।অনু্ষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সাম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, ‘বঙ্গবন্ধুর অার্দশ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে নতুন গঠিত সংগঠনগুলো।’

আরো পড়ুন