কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চোধুরীর নেতৃত্বে বাংলা নতুন বর্ষ ১৪২৬ কে বরণ করে নিতে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুভাযাত্রাটি শুরু হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা ঘুরে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, সহ-সভাপতি মেহেদী হাসান, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহরাব উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গল শোভাযাত্রায় ককসিটে ঘোড়ার ছবি, বাঘেরমুখ, সমৃদ্ধির প্রতীক হাতি ও টেপা পুতুল, মিনি ম্যাগাজিন, আল্পনা ও নানা ধরনের কারুকার্য ও জমকালো বেশভূষা নিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নতুন বছরকে বরণ করে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে এক পাশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে চলছে বৈশাখী মেলা। পাশেই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের পরিবেশায় চলছে বৈশাখী গান।

এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহনে ভলিবল মাঠে দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে।

এদিকে, বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের পরিবেশনা নিয়ে হাজির হবেন। বর্ষবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পরিবেশনা নিয়ে হাজির হওয়ার কথা রয়েছে

আরো পড়ুন