কুমিল্লা সদর দক্ষিণে নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরির মালিক কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুলের সামনে বসুন্ধরা কোম্পানির নামে নকল বসুন্ধরা পিবিসি পাইপ ফ্যাক্টরিতে জেলা প্রশাসক কার্যালয়ের মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলগালা হয়।

জানা যায়, সদর দক্ষিণ উপজেলার মোহনপুর গ্রামের মৃত.আজিজুর রহমানের পুত্র ভাই ভাই প্লাষ্টিক কোম্পানির পরিচালক মিজানুর রহমান(৩৫) গত তিন বছর যাবত তাহার ফ্যাক্টরিতে বসুন্ধরা কোম্পানির নামে নকল পিবিসি পাইপ প্রস্তুত পূর্বক বাজারজাতকরন করে আসছে।

গোপন সংবাদের ভিক্তিত্তে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ তাহার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুলের সংলগ্ন মোহনপুরস্থ নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান করেন। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতে ফ্যাক্টরিতে নকল বসুন্ধরা কোম্পানির পিবিসি ২১০০ টি নকল তৈরিকৃত পাইপ আলামত হিসেবে জব্দ করেন।

বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনাসহ উক্ত নকল বসুন্ধরা কোম্পানির মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারা মোতাবেক আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিটি সিলগালা করে। ভেজাল নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন