কুমিল্লা সিটিকরপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অবহিতকরণ সভা

মারুফ আহমেদঃ বাংলাদেশ সরকার , ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র যৌথ অর্থায়নে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক কুমিল্লা সিটিকরপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা সিটিকরপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিটিকরপোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে কুমিল্লা সিটিকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র মনিরুল হক সাক্কু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রকল্পের ব্যবস্থাপক একরামুল কবির ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। সভায় পাঁচ বছর মেয়াদী নতুন এই প্রকল্পটিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সোস্যাল মবিলাইজেশন , নলকূপ , স্বাস্থ্য সম্মত পায়খানা ,ফুটপাত , ড্রেন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ,আর্থ-সামাজিক ও পুষ্টি যেমন শিক্ষা সহায়তা , ক্ষুদ্র ব্যবসায়ীক সহায়তা,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করা হয়। এসময় কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু কাউন্সিলরদের তত্ত্বাবধানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নসহ প্রকল্পটির বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য বাংলাদেশ সরকার , ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র যৌথ অর্থায়নে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কুমিল্লার ন্যায় সারাদেশের ২০ টি শহরে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

আরো পড়ুন