কুসিকের ওয়ার্ড কাউন্সিলর সিপন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর চর্থা বড় পুকুর এলাকার নিজ বাসা থেকে ওই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাখাওয়াত উল্লাহ শিপন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

জানা যায়, তার বিরুদ্ধে থানায় সিটি কর্পোরেশনের প্লান পাস দুর্নীতি মামলা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য হত্যা ও নাশকতাসহ একাধিক মামলা হয়েছে।
গ্রেফতারকৃত কাউন্সিলর শিপনের স্ত্রী মুন্নী বেগম বলেন, সাখাওয়াত উল্লাহ শিপনকে দুপুরে বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাউন্সিলর শিপনের কোন মামলায় ওয়ারেন্ট নেই।

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত পরিদর্শক সালাউদ্দিন বলেন, মামলায় ওয়ারেন্ট আসামি হওয়ায় দুপুরে সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত বিষয়গুলো পরে জানানো হবে।

আরো পড়ুন