চান্দিনা কলেজে ক্লাস নিলেন অধ্যাপক আলী আশরাফ এমপি

নিজস্ব প্রতিবেদকঃ একসময় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও এখন জনপ্রতিনিধি অধ্যাপক আলী আশরাফ এমপি। বুধবার নিজের গড়া প্রতিষ্ঠান চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ভালোবাসা জয় করলেন এই জনপ্রতিনিধি। শিক্ষকতা তার পূরনো পেশা। জনগনের ভালোবাসায় হয়েছেন জনপ্রতিনিধি। যোগ্যতার মূল্যায়ন পেয়েছেন জননেত্রীর কাছে। তাই বারেবারেই জনগনের ভালোবাসায় সংসদে প্রতিনিধিত্ব করছেন অধ্যাপক আলী আশরাফ এমপি। চান্দিনার গনমানুষের এই নেতা সংসদে ডেপুটি স্পীকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। শিক্ষানুরাগী এই সংসদ সদস্য সুযোগ পেলেই ছুটে যান নিজ গড়ে প্রতিষ্ঠান চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে। ক্যাম্পাসের সামনেই বড় ফলকে প্রতিষ্ঠাতা অধ্যাপক আলী আশরাফ এমপির প্রতিকৃতি দেখেই বুঝা যায় এই সবুজ ক্যাম্পাস কত যত্নে গড়েছেন তিনি। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিও বড় করে সাজানো আছে মাঠের শুরুতেই। তার এ ছবি নিয়ে ফেসবুকেও চলছে আলোচনায় মুখর নেতাকর্মীরা। ভূয়সী প্রশংসার মাঝেও কেউ কেউ টিপ্পনী কাটছেন এটা লোক দেখানো, কেউ বলছেন ডা. প্রাণ গোপাল রাজনীতির মাঠে আসায় আলোচনায় আসতে এমনটি করেছেন তিনি। তবে সমালোচনা যাই হোক একজন জনপ্রতিনিধি যখন সাধারন মানুষের খুব কাছাকাছি থাকেন তখন তার প্রতি মানুষের রাগ অনুরাগ মিটে যায়। আর আলী আশরাফ এমপিতো জীবনের শুরুই করেছেন অধ্যাপনা দিয়ে, তাই কলেজের ক্লাস নেয়া তার জন্য মোটেও লোক দেখানো নয় বলে মনে করেন তার অনুসারীরা।

আরো পড়ুন