ঢাকা উত্তরের আ. লীগের প্রার্থী কুমিল্লার সন্তান আতিকুল ইসলাম

ডেস্ক রিপোর্টঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে বৈঠকে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন—বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

আনিসুল হকের মৃত্যুতে এই সিটির মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দেয়। তবে উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।

আরো পড়ুন