নিমসারে কমিউনিটি পুলিশিং সভা

মো. জাকির হোসেনঃ মাদক একটি সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হয়েছে, বর্তমানে ইভটিজিং ও বাল্য বিবাহের কারনে স্কুল-কলেজ থেকে ঝরে পরছে মেয়েরা। তাই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে পুলিশের পাশাপাশি সমাজে জন-সচেতনতা তৈরী করতে হবে। তবেই সমাজ থকে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহের মতো অপরাধ ধমন করা সম্ভব হবে।

কুমিল্লা জেলা পুলিশ ও মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলি বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সির সভাপতিত্বে দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই মোহাম্মদ শাহীন কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী হুমায়ূন কবির মেম্বার, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ইমাম হোসেন মুন্সী, মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ইউপি সচিব লেয়াকত আলী, জয়নাল আবেদিন মেম্বার, লোকমান হোসেন মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, সামসুল হক মেম্বার, মোঃ তাহের মেম্বার, হানিফ মেম্বার, আরমানারা, রহিমা আক্তার, মোর্শেদা বেগম, ফজলুল হক, আবদুল মতিন, আবুল বাসার, মোঃ জাকির হোসেন, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, ছাত্রলীগ নেতা মোঃ শাহ আলম, সোহেল রানা, পিয়াসসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন