ফণীর তান্ডবে নাঙ্গলকোট লন্ডভন্ড

মো. ওমর ফারুকঃ ঘুর্ণিঝড় ফণীর তান্ডবে ৮টি দোকান ঘর ও একটি বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোরে ঘুর্ণিঝড় ফণী উপজেলার বিভিন্ন গ্রামে তান্ডব চালায় ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পেরিয়া ইউপির চাঁন্দপুর দিঘীর পাড় বাজারে বটগাছ পড়ে আবুল কাশেমের স্যানেটারী দোকান, লিটন ও জসিম উদ্দিনের ফার্ণিচার, মজিবুল হক, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের কসমেটিক, আবুল বশরের মুদি, হাবিবুর রহমানের ঔষধ ও ইয়াছিনের মিষ্টি দোকান ও একটি বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে যায়। রায়কোট উত্তর ইউপির পিপড্ডা গ্রামে গাছ পড়ে টিনের ঘর, নাঙ্গলকোট থানার ভিতর একটি গাছ উপড়ে পড়ে ও পৌর সদরের নাওগোদা চৌরাস্তার মোড়ে অক্সফোর্ড ক্যাডেট স্কুলের টিনসেডের বেড়া উড়ে ভেঙ্গে যায়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলী জমির ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

আরো পড়ুন