ফুটবল খেলা নিয়ে কুমিল্লা জিলা স্কুলে সংঘর্ষ

ডেস্ক রিপোর্টঃ ফুটবল খেলা নিয়ে কুমিল্লা জিলা স্কুলে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কুমিল্লার দাউদকান্দির একটি স্কুলের শিক্ষার্থীরা পুলিশ প্রহরায় শহর ত্যাগ করে।

গতকাল ছিল ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বী ছিল কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর হাইস্কুল বনাম দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। খেলায় এক গোলে লালমাই হরিশ্চর হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। এই গোলে রেফারি দেলোয়ার হোসেনের পক্ষপাতের অভিযোগে দাউদকান্দির এক সমর্থক রেফারিকে আঘাত করে। এ সময় কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র হাসান বিন অলি রেফারিকে উদ্ধার করে নিয়ে আসে।

এতে ক্ষুব্ধ হয়ে দাউদকান্দির শিক্ষার্থীরা ওই ছাত্রকে বেদম মারধর করে। এতে কুমিল্লা জিলা স্কুলের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দির ছাত্রদের ওপর হামলা করে।

আরো পড়ুন