বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসানকে সংবর্ধনা দেবে বুড়িচং উপজেলা প্রশাসন

অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা প্রদান করবে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন। আগামীকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এড আবদুল মতিন খসরু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

আজ শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।

তিনি বলেন, জয় কুমিল্লার বুড়িচং উপজেলার গর্বিত সন্তান। বাংলাদেশে যুব বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর অসামান্য অবদান রয়েছে। সে বুড়িচংয়ের মুখ উজ্জ্বল করেছে। শনিবার আমরা তাকে সংবর্ধিত করব।

সংবর্ধনা অনুষ্ঠানে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল বারেকের পুত্র। মামার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামে থেকে লেখাপড়ার সুবাদে সেখানকার ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েই খেলাধুলা করেন তিনি।

আরো পড়ুন