বুড়িচংয়ে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও দুষিত খাদ্যপন্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উপজেলার আরাগ আনন্দপুর রোডের মেহেদী বেকারি নামের একটি প্রতিষ্ঠান কে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় খাদ্য পন্য তৈরীর এ প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি মেয়াদ উত্তির্ন ও মানহীন খাদ্য সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুড়িচং থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিকভাবে সহায়তা করে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, ভেজাল ও মানহীন দুষিত খাদ্য উৎপাদনকারীরা দেশ ও মানুষের শত্রু। এসব অপরিচ্ছন্ন খাদ্য মানবদেহের ব্যাপক ক্ষতি সহ নানান জটিল রোগের সৃষ্টি করে। বুড়িচং উপজেলা প্রশাসন ভেজাল খাদ্য উৎপাদন রোধে বদ্ধপরিকর। ভবিষ্যতেও উপজেলার সকল এলাকায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন