বুড়িচংয়ে ময়নামতির কুক্ষ্যাত ডাকাত রাজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কুক্ষ্যাত ডাকাত মোঃ রাজন প্রকাশ্যে রাজইন্না (৩০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। রাজন ডাকাত গ্রেফতারের খবরে এলাকাবাসী আনন্দিত বলে স্থানীয়রা জানায়।

জানা যায়, কুমিল্লা জেলা ডিবি পুলিশের এস আই শাহ কামাল আখন্দ (পিপিএম) এর নেতৃত্বে এস আই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালায়। এসময় ডিবি পুলিশ ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর প্রকাশ্যে ঝুমুর এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী কুক্ষ্যাত ডাকাত মোঃ রাজন প্রকাশ্যে রাজইন্না’কে গ্রেফতার করে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে বুড়িচং থানায় তিনটি সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজন ডাকাত গ্রেফতারের খবরে এলাকায় জনমনে স্বস্তি নেমে এসেছে।

স্থানীয় লোকজন জানায় গ্রেফতারকৃত রাজন ডাকাত এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছিল। সে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকার সন্ত্রাস ও নৈরাজ্য করে আসছিল। তাঁর এই গ্রেফতারে এলাকাবাসী আনন্দিত।

আরো পড়ুন