বুড়িচংয়ে ৫’শ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক

মোঃ জহিরুল হক বাবুঃ কুমিল্লার বুড়িচং থানা ও দেবপুর ফাঁড়ী পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ এক মহিলা ও ৩০ কেজি গাঁজাসহ দুই যুবতীকে আটক করেছে।

পুলিশ জানায়, মাকদ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে রোববার রাত সোয়া ১১ টায় বুড়িচং থানার এস আই রাজীব কর সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলা সদর বাজারের মুন্নী ষ্টোর নামক দোকানের সামন থেকে একাদিক মাদক মামলার আসামী কুলসুম বেগম(৩১)কে আটক করে। পরে পুলিশ কুলসুমের দেহ তল্লাসী চালিয়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-সিলেট আ লিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সকাল সোয়া ১১ টায় বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। কোম্পানীগঞ্জ থেকে ঢাকা গামী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৫-০৩৫৩) তল্লাসী চালিয়ে দুই মহিলা যাত্রীর কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ দুই মহিলাকে আটক করে। আটকৃতরা হলো মোসাঃ নাজমুন্নাহার প্রকাশ্যে আশা (৩৫), সে বরিশাল জেলার বিমানবন্ধর থানাধীন কুলাকান গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। অপরজন হলো মোসাঃ মুনজা আক্তার (৩২), সে পটোয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন শ্রীনগর গ্রামের কামাল হোসেনে স্ত্রী।

পুলিশ আটককৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করেন।

আরো পড়ুন