ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশিকুর রহমানঃ “বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটির গতকাল সোমবার সকলে উপজেলা পরিষদ মিলনায়তনে শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌসুর রহমান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী সহ সুদমুক্ত ক্ষুদ্রঋণ বাস্তবায়ন সংশ্লিষ্ট নিজস্ব জনবল, গ্রাম কমিটি ও কর্ম দলের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

আরো পড়ুন