ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ পারভেজ মিয়া (২৮) ও মোঃ মোস্তফা (৪০) নামের দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি কিরিজ, ১টি রাম দা, ২টি টেট্টাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। তিনি জানান, গতকাল রবিবার মধ্যরাতে উপজেলার কান্দুঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ পারভেজ মিয়া হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ মোস্তফা হলেন ব্রাহ্মণপাড়ীয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের ইদন মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, গত শনিবার দিবাগত রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তি থানার এস আই রাজু আহাম্মেদ, এস আই গোলাম সারোয়ার ও এএস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাধবপুর টু কান্দুর সড়কে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে তারা দেখতে পায় কান্দুঘর সাব বাড়ীর ব্রাজীর উপরে কয়েক জন ডাকাত সদস্য সংঙ্গবব্দ হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঙ্গবব্দ ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ পাভেজ মিয়া ও মোঃ মোস্তফাকে পুলিশ গ্রেফতার করে এবং তাদের ডাকাতি কাজে ব্যাবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে এস আই আজু আহাম্মেদ বাদী হয়ে ৭ জনকে এজহার নামীয় এবং আরো ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করে পারভেজ মিয়া ও মোস্থাফাকে জেল হাজতে প্রেরণ করে।

আরো পড়ুন