ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী। ২৫ নভেম্বর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশে থানা পুলিশ স্কুল ছাত্রীর বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের আব্দুল বাতেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৪) কে তার অভিভাবক গণ একই উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা শাহিন মিয়ার সাথে বিবাহের কার্যক্রমের সকল প্রস্তুতি গ্রহন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন ও থানা পুলিশের এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উক্ত ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাশার স্কুল ছাত্রী বৃষ্টির বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। পরে প্রশাসনের প্রতিনিধিগণ, প্রাপ্ত বয়ষের পূর্বে স্কুল ছাত্রী বৃষ্টিকে বিয়ে দেবে না মর্মে বৃষ্টির মা ও মামার কাছ থেকে অঙ্গীকার নামা নেন।

আরো পড়ুন