ব্রাহ্মণপাড়ায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আশিকুর রহমানঃ ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মনপাড়া জোনাল অফিসের আয়োজনে বৃহস্পতিবার সাকালে “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গণ ভবন থেকে মানীয় প্রধানমন্ত্রীর উদ্বোধণী অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এছাড়াও একই দিন সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্তরে দৃষ্টি নন্দিত আতশবাজী প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মনপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠান পরিচালানা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মনপাড়া জোনাল অফিসের এজিএম দীপক কুমার সিংহ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মনিরুল হক, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম ছিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক সাবিনা ইয়াছমিন. মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া মাস্টার ও মোঃ নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আবুল বাসার, আওয়ামীলীগ নেতা শাহআলম, খাদ্য কর্মকর্তা শাকির হোসেন খান, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ব্রাহ্মপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

আরো পড়ুন