মুরাদনগরে আট কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ী আটক

মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আট কেজি গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার বালিউড়া (বায়েক) গ্রামের শহিদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২২), একই গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী কুলছুম বিবি(৩০) এবং কুমিল্লা জেলার বি-পাড়া থানার বলাখাল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে বাপ্পি(২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মধ্যে দিয়ে মাদক দ্রব্য পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মুরাদনগর থানার এসআই নুরনবীর নেতৃত্বে একদল পুলিশ গুঞ্জর গ্রামের বেলতলি বাজারে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন ও কুলছুম বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রথম অভিযানের ১ঘন্টা পরে গুঞ্জর দক্ষিন পাড়া মোল্লাবাড়ীর ইসমাইল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাপ্পিকে আটক করা হয়।

এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরজুন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন