মুরাদনগরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

মুরাদনগর প্রতিনিধিঃ ‘‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কোম্পনীগঞ্জ-হোমনা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সমাজসেবা কর্মকর্তা কবির আহমদ, ইউআরসি ইন্সট্রক্টর দেলেয়ার হোসেন মৃধা, মৎস সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, ইয়াছমিন আক্তার, নাজমা সুলতানা প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ মানব বন্ধনে অংশ গ্রহন করেন।

আরো পড়ুন