ময়নামতি সেনানিবাস এলাকায় দু’মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার সর্বত্রই মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা , ফেন্সিডিল,গাঁজা , মদ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিতে তাই মাদক ব্যবসায়ী,সেবীরাও নিত্যনতুন ফাঁকফোঁকর বের করছে। তবুও ধরা পড়ছে। গতকাল সোমবার সকালে তেমনি কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় লেগুণার টোল আদায়ের আড়ালে মাদক ব্যবসায় জড়িত দেলোয়ার ওরফে ভাঙ্গারী দেলোয়ার ও মানিক নামের দু’মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল আমদানী নিষিদ্ধ মরণনাশা মাদক ফেন্সিডিল ও ১০ পিছ ইয়াবা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দায়িত্বশীল একটি সুত্র জানায়, কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের তিন রাস্তার মোড় এলাকায় ফিটসেনবিহীন মাইক্রোবাস,মারুতি,লেগুণা ষ্ট্যান্ড রয়েছে । আর ্এতে টোল আদায়ে রয়েছে বেশ কিছু লোক। প্রভাবশালী একটি চক্র এসব টোল আদায়কারীদেও যোগসাজশে প্রতিদিনই ফেন্সিডিল , ইয়াবা,গাঁজা পাঁচার করছে বিভিন্ন স্থানে। পাশাপাশি অনেকে এসে ভাসমান এই পাঁচারকারীদেও কাছ থেকে মাদক কিনে নিরাপদে সেবন করছে। বিষয়টি দীর্ঘ দিন ধরে চলে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঝে মাঝে অভিযান চালিয়ে ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার গোপন সংবাদেও ভিত্তিতে ময়নামতি ক্যান্টনমেন্ট ফাঁড়ির এসআই দয়াল হরি ভৌমিক এর নেতৃত্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ময়নামতি জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় লেগুণা’র টোল আদায়ের ফাঁকে মাদক ব্যবসায় জড়িত দেলোয়ার হোসেন ওরফে ভাঙ্গারী দেলোয়ার ও মানিক নামের দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় আমদানী নিষিদ্ধ ভারতীয় মরণনাশা মাদক ৩ বোতল ফেন্সিডিল ও ১০ পিছ ইয়াবা। এসআই দয়াল হরি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।

আরো পড়ুন