সদর দক্ষিণের সুয়াগা’জীতে খালের পাড়ের অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ

সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারস্থ পাগলী খালের পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপি অভিযান চালিয়ে খালের পাড়ের এ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।

জানাযায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার দিয়ে প্রবাহিত পাগলী খালের উপর দীর্ঘ দিন যাবৎ স্থানীয়রা স্থাপনা নির্মান করে অবৈধ ভাবে দখল আসছে। ফলে খালটি দিয়ে স্বাভাবিক গতিতে পানি প্রবাহিত হওয়ার ব্যাঘাত ঘটা সহ জন সাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।

বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন নেছার নেতৃত্বে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে পাগলী খালের পাড়ের ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ দিকে উচ্ছেদ অভিযান কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। ধারাবাহিক ভাবে খালের পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবী জানান তারা।

আরো পড়ুন