এমপি বাহারের কাছ থেকে খাদ্য সামগ্রী পেলেন ৪৪৩ সেলুন মালিক-কর্মচারী

কুমিল্লায় সেলুন মালিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

করোনা প্রাদুর্ভাবের কারনে কুমিল্লায় কর্মহীন হয়ে পড়া ৪৪৩ সেলুন মালিক-কর্মচারী পরিবারের সদস্যদের কাছে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

করোনা দুর্যোগের পর থেকেই কুমিল্লায় অবস্থান করে কর্মহীন হয়ে পড়া নানান পেশার মানুষদের খোঁজ নিয়ে তালিকা প্রস্তুত করে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন এমপি বাহার।

আয় রোজগার না থাকা এসকল মানুষরা খাদ্য সহায়তা পেয়ে অনেক আনন্দিত। প্রতি প্যাকেটে চাল, ডাল, তৈল, আটা, আলু, পেয়াজ ও মাস্ক দিচ্ছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ছাড়াও এসএমএস ও টেলিফোনের মাধ্যমে যারা খাদ্য সহায়তা চাচ্ছেন জাগ্রত মানবিকাতার ভরেন্টিয়ারদের মাধ্যমে তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন এমপি বাহার।

বৃহস্পতিবার দুপুরে সেলুন মালিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রীগুলো সুন্দর পরিবেশে কুমিল্লা স্টেডিয়াম মাঠে দূরত্ব বজায় রেখে তুলে দেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম হোসেন হোসেন লালু। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইকরাম ও নান্টু মল্লিক, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল মান্নান, যুবলীগ নেতা সৈয়দ মোঃ পারভেজ।

আরো পড়ুন