কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ আজ বৃহষ্পতিবার কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে ভবনটি উদ্বোধন করা হয়। পরে তিনি সুধী সমাবেশে যোগদেন।

কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, আইন সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আবুল হাসেম খান প্রমুখ। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিচারকবৃন্দ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবিঃ বাহার রায়হান

প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের পাশাপাশি আইনজীবীদের দায়িত্ব ও ভূমিকা অপরিশীম।
তিনি বিচারকদেরকে মনে মনে বিচারপ্রার্থীদের স্থানে কল্পনা করার আহবান জানিয়ে বলেন, তাহলে তাদের কষ্ট ও দুর্ভোগ লাগব করার জন্য বিচারক হিসেবে আপনি আরো যত্নবান হবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বেঞ্চ ও বারের পারস্পরিক সুসম্পর্ক ও জ্ঞানের চর্চা একে অপরের সহায়তা করার মানসিকতা অপরিহার্য।

এ আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ঘুরে দেখেন।

আরো পড়ুন