কুমিল্লায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় সাত প্রতিষ্ঠানকে নানা অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার নগরীর টমচমব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, মেসার্স আনোয়ার মাংশের দোকানকে এক হাজার, মেসার্স সুমন মুরগী বিতানকে হাজার, মেসার্স মামুন সবজি বিতানকে পাঁচশ ,মেসার্স কালাম খাদ্য ভান্ডারকে দেড় হাজার, মেসার্স আকাশ ভ্যারাইটিজ স্টোরকে এক হাজার, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে মেসার্স বিছমিল্লাহ ফার্মেসীকে তিন হাজার ও মেসার্স রাইসা মেডিকেল হল ৫ হাজার জরিমানা করা হয়।

জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, রমজানে নিত‌্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে সোমবার বেলা সা‌ড়ে দশটা থে‌কে দেড়টা পর্যন্ত কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকার কাচাবাজার ও বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করি। এ সময় ওজনে কারচুপি ও বিএসটিআই অনুমোদহীন দাড়িপাল্লা ও বাটখারা ব্যবহারের অপরাধে পাঁচটি প্রতিষ্ঠান এবং মেযাদ উর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন