কুমিল্লায় ২৯ ককটেলসহ আটক ৭

কুমিল্লা সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের দিন ২৯টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোলাবাড়ী এলাকায় দিনব্যাপী অভিযানকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো- কুমিল্লা সদর উপজেলার মো হৃদয়, দৌলতপুর এলাকার মো রিপন, চাঁনপুর এলাকার রবিউল ইসলাম, মুরাদপুর এলাকার জুয়েল হোসেন, ঢুলিপাড়ার মো. রুবেল, কাপ্তান বাজার এলাকার ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকার মাহমুদ উল্লাহ।

বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন।

তিনি বলেন, গােলাবাড়ি এলাকায় বিশেষ অভিযানে ২৯টি ককটেল, ৭টি রামদা, ১টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বােমা তৈরির সরঞ্জামাদিসহ সাতজনকে আটক করা হয়। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে এসব মজুত করেছে। উক্ত বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন