কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরের কার্যক্রম বন্ধ

কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর দিয়ে আগমন নির্গম বন্ধের পরে এবার আমদানি রপ্তানিও বন্ধ হলো। আজ রবিবার বন্দর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়। সরেজমিনে বিবির বাজার স্থল বন্দরে ঘুরে দেখা যায়, অফিসে তেমন কাজকর্ম নেই। অফিসের ভেতর পুরনো ফাইলপত্রের জমে থাকা কিছু কাজ করছেন অফিসের স্টাফরা। অফিসের বাইরে দাঁড়িয়ে আছে দু’টি ক্যাভার্ডভ্যান।

ক্যাভার্ডভ্যান চালক জসিম জানালেন, পাথর নিয়ে এসেছেন। বন্দরে এসে শুনেন আমদানি রপ্তানি বন্ধ। এখন মালিকের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বিজিবির স্থল বন্দরের চেকপোস্টে দুইজন বিজিবি জওয়ান টহল দিচ্ছেন। সুনসান নিরবতা নেমেছে কর্মচঞ্চল বিবির বাজারে।

স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, করোনার প্রকোপ যেন না বাড়ে সে লক্ষ্যে ভারত সরকার আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্বভাবতই আমাদেরও বিবির বাজার বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবেন তখনই বন্দরের পুনরায় কার্যক্রম শুরু হবে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আরো পড়ুন