কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সরস্বতী পূজা উদযাপন

মাহদী হাসানঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গতকাল মহা আড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এতে কলেজের শিক্ষক -শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।

সকাল ১০ টায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় বিদ্যাদেবীর পূজারম্ভ হয়। পরবর্তীতে অঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, আহ্বায়ক কমিটি প্রধান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, উদ্ভিদবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ুই, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিহির রঞ্জন ভৌমিক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুব্রত পাল ছাড়াও পূজা উদযাপন কমিটির সকল সদস্যরা ।

পূজা মন্ডপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ রতন কুমার সাহা বলেন, বিদ্যা দেবীর আগমন পৃথিবীতে জ্ঞানের আলোক বার্তিকা মানুষের কাছে পৌছে দেয় ।

এসময় তিনি পূজামন্ডপ আয়োজক কমিটির সকলকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

আরো পড়ুন