চান্দিনায় আশরাফ ইন, প্রাণ গোপাল আউট

ডেস্ক রিপোর্টঃ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৭ আসনে চুড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক মোঃ আলী আশরাফ।

আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়া হয়।

এ আসনে দলের কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত সম্ভ্যাব্য প্রার্থী ছিল।

এখানে বিএনপি থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, তবে জোটগত নির্বাচন হলে এ আসনে ২০ দলের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ মনোনয়ন পেতে পারেন বলে বেশ প্রচারণা রয়েছে। এ আসনে জাপা (এরশাদ ) থেকে জাপা কুমিল্লা উত্তর জেলা সভাপতি লুৎফুর রেজা খোকন সম্ভাব্য প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুড়ান্ত প্রার্থী মাওলানা আবুল কালাম কাশেমী।

স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত এবার আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন, এমন কথা জোর দিয়ে বলেছিলেন তার অনুসারী নেতাকর্মীরা। নৌকা নিয়ে নির্বাচন করার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এ চিকিৎসক। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পেলেন না।

তবে আওয়ামী লীগের চারবারের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফও শুরু থেকে মাঠে আছেন বেশ শক্তি নিয়ে। ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী হাজি রমিজ উদ্দিনকে পরাজিত করেন। ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হন। ২০০৮ সালেও নির্বাচিত হন। তিনি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও প্রাণ গোপালের প্রার্থিতা নিয়ে সরগরম ছিল চান্দিনা।

আরো পড়ুন