নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে পালিত হয়েছে কালের কন্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বুধবার সকাল ১০ টায় নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘের বন্ধুরা।

এসব অনুষ্ঠানমালায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সামছুদ্দিন কালুু, পৌরসভার মেয়র মো.আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আক্তারুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো.জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশ্রাফুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের আহবায়ক এএফএম শোয়ায়েব, উপজেলার রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কন্ঠের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো.আবদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাড়া জাগিয়েছে কালের কন্ঠ। পত্রিকাটি সব সময় স্বাধীনতা এবং জনগণের পক্ষে কথা বলেছে। আমরা কালের কন্ঠের সফলতা কামনা করছি। আশা করছি পাঠকের ভালোবাসায় সিক্ত কালের কন্ঠ এগিয়ে যাবে আরো বহুদূর।

শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি একেএম মারুফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.দুলাল মিয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন রিয়াজ, সোহরাব হোসেন, সাবেক প্রচার সম্পাদক শরিফ আহমেদ মজুমদার, পাটোয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম রহমানী, সাপ্তাহিক সবুজপত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপন, শুভসংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, হানিফ রানা, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, রাবেয়া সুলতানা চামেলি, উলফাত জাহান মায়া, মীর সাহাব উদ্দিন, রিদোয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ-সাংগঠনিক এএইচএম আজিজুল হক, অর্থ সম্পাদক জাকির হোসেন লিটন, প্রচার সম্পাদক নাজমুল হাসান, সহ-প্রচার মমিন হোসেন, দপ্তর সম্পাদক মেহেদি হাসান, শরিফ মজুমদার, উম্মে কুলসুম পারুল, লাভলী আক্তার প্রমুখ। অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন শুভসংঘের সহ-সাংগঠনিক সম্পাদক আজিম উল্ল্যা হানিফ।

আরো পড়ুন