নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে – কুমিল্লায় পীর সাহেব চরমোনাই

সদর দক্ষিণ প্রতিনিধিঃ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনী জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর বাংলার মানুষকে ভোটের অধিকারের জন্যে আন্দোলন করতে হবে, সুষ্ঠ নির্বাচনের জন্য রাজপথে নামতে হবে, একথা ভাবতেই আমাদের লজ্জা হয়। আজকে দেশের সাধারন নাগরিকদের কোনো অধিকার বলতে কিছুই নেই, কোনো সম্মান নেই, সকল অধিকার ভোগ করছে ক্ষমতাশীন দলের লোকেরা।

তিনি আরো বলেন পূর্ব নির্ধারিত কুমিল্লা টাউন হল মাঠে আজকের জনসভা ও মাহফিল বন্দ করে দিয়ে সরকার আমাদের বাকস্বাধিনতা হরণ করেছে। আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই দেশের সাধারণ নাগরীকদের সাথে এধরনের হটকারীতা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবেনা। আগামী নির্বাচনে জনগন আপনাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। দেশে শান্তি বজায় রাখতে হলে নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তফসিল ঘোষনার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহনের পূর্ব পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্রবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এম এম বিলাল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে হাতপাখার প্রার্থী জননেতা প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় সদস্য কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রার্থী জননেতা আলহাজ্জ সেলিম মাহমুদ, কুমিল্লা -৫ (বুড়িচং-বিপাড়া) আসনের প্রার্থী মাওলানা রাশেদু ইসলাম রহমতপুরী, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ – নাঙ্গলকোট- লালমাই) আসনের প্রার্থী মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম কাসেমী।

সম্মেলনে অন্নান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, দফতর সম্পাদক এনামুল হক মজুমদার, অর্থ সম্পাদক মাওঃ শাহজালাল, যুবনেতা এস এম তাজুল ইসলাম, ছাত্র নেতা কে এম হুমায়ুন কবীর, আজিজুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন